হাওরে উন্নয়নের রুপকার এমপি আব্দুল মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 June 2020

হাওরে উন্নয়নের রুপকার এমপি আব্দুল মজিদ খান

Link Copied!

বিশেষ প্রতিনিধি :  হাওর বাওর আর শষ্য ভাণ্ডারের এলাকা বানিয়াচং আজমিরীগঞ্জ, ২০০৮ সালের আগে তেমন উন্নয়ন না হলেও আজ ২০২০ সালে এসে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলা উন্নয়নের রোড মডেল হিসেবে দাঁড়িয়েছে। দুই উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে, অনেক গুলি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছেন, গ্রামে গ্রামে রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট নির্মাণ বিদ্যুতায়ন সহ বিদ্যালয় বিহীন এলাকায় আধুনিক মডেল বিদ্যালয় করা স্থাপিত হয়েছে ! তা কেউ কখনো কল্পনা করেনি। যার ফলে অবহিত এলাকার মানুষ এখন শহরের সাথে তাল মিলিয়ে নাগরিক সুবিধা ভোগ করতে পারছে ।

বিগত ১২ বছরের ব্যবধানে উন্নয়নের জলধারায় আধুনিক সুবিধা সম্বলিত এলাকা হিসেবে গড়ে উঠেছে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলা, তা’ সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের রূপকার গণতন্ত্রের মনষকণ্যা জননেত্রী শেখ হাসিনার স্নেহাস্পদ হাওড় পুত্র জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি মহোদয় কারণে।

তিনি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হয়ে শেখ হাসিনার কাছে অবহেলিত এলাকার আসল চিত্র তুলে ধরতে পেরেছিলেন বলেই আজ বানিয়াচং আজমিরীগঞ্জ উন্নয়নের রোল মডেলে পরিণিত হয়েছে এবং উন্নয়নের ম্যারাথন দৌড়টি অদ্যাবধি চলমান। শত ব্যস্ততার মাঝেও তিনি খোঁজ খবর নিতে চলে আসেন নিজ নির্বাচনী এলাকায়, কোথায় কি ধরণের উন্নয়নমূলক কাজ করার সুযোগ আছে ? তা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছ থেকে জেনে উন্নয়নমূলক প্রকল্প হাতে নেন।

বানিয়াচং আজমিরীগঞ্জবাসী মনে করেন এমপি আব্দুল মজিদ খান সাহেবের হাত ধরে ভাটি-বাংলা এগিয়ে যাবে বহু দূর, সমৃদ্ধ হবে মুজিব আদর্শের রাজনীতি এটাই বিশ্বাস করে দুই উপজেলাবাসী।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়