হাওরে আলোর মিছিল : শোকর গোজার পাঠশালা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 15 June 2021
আজকের সর্বশেষ সবখবর

হাওরে আলোর মিছিল : শোকর গোজার পাঠশালা

Link Copied!

স্টাফ রিপোর্টার :  বর্ষায় চারপাশে পানি থাকে। মাঝখানে বসবাস। বের হলে নৌকা নিয়ে যেতে হয়। এছাড়া উপায় নেই। বিদ্যুৎ নেই, সড়ক নেই, জীবনে ও নেই আলো। হাওরের সুবিধা বঞ্চিত শিশুর শিক্ষা সেবা দানের নিয়তে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর গড়া দাতব্য সেবালয় শোকর গোজার। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার গুঁঙ্গিয়াজুরী হাওর এলাকায় অবস্থিত এ স্থানটির নাম সমুদ্রফেনা।এখানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা সাবেক এমপি এ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জমিতে গড়ে উঠেছে শোকর গোজার দাতব্য প্রতিষ্ঠান।

 

এ প্রতিষ্ঠানের উদ্যোগে এবার শোকর গোজার পাঠশালার যাত্রা শুরু হলো। রবিবার (১৩ জুন) দুপুরে এ পাঠশালার উদ্ভোধন করেন নারী মুক্তিযোদ্ধা ( বীরঙ্গনা ) সাবেত্রী নায়েক। পরে স্বস্থ্যবিধি মেনে সাবেক এমপি আ্যডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। পরে মোনাজতের মাধ্যমে এর সমাপ্তি শেষে একান্ত সাক্ষাৎকারে কেয়া চৌধুরী বলেন, এ পাঠশালা , ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান দেওযা হবে। হাওর এলাকা হওয়ায়,এখানকার শিশুরা প্রায় শিক্ষা বঞ্চিত।এসব বঞ্চিত শিশুদের মাঝে সু- শিক্ষার আলোয় আলোকিত করার জন্যেই এ পাঠশালা চালু করা হয়েছে।

 

 

 

ছবি : হাওরে আলোর মিছিল। শোকর গোজার পাঠশালার পকচলা শুরু

 

 

 

 

তিনি বলেন এখানকার লোকেরা পানির সাথে লড়াই করে বেঁচে আছে। তারা সংগ্রামী। এর মধ্যে অনেক দরিদ্র লোক আছে। আমি তাদের সন্তানকে উচ্চ শিক্ষা গ্রহন করানোর চেষ্টা করছি। আশা করি সফল হবো। এ হাওরের মাঝখানে এক খন্ড জমিতে শিক্ষার বাতি ঘর গড়ে তুলতে চাই।এ জন্য সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

 

৩৮ জন শিক্ষার্থী নিয়ে এ পাঠশালার যাত্রা শুরু হলো। এ উদ্দেশ্য মহৎ। লক্ষ বহু দূর। অভিভাবকরা বলেন, হাওরের মাঝখানে শিক্ষার বাতি ঘর হলো। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে।এসব সম্ভব হয়েছে বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা সাবেক এমপি আ্যডভোকেট আমাতুল কিবরিয়া কেযা চৌধুরীর অক্লান্ত চেষ্টার ফলে।এ পাঠশালায় আমাদের সন্তানরা পড়ালেখা করে এগিয়ে যাবে তাই অত্যন্ত ভালো লাগছে।