হাইকোর্টের রায় অমান্য করে নিয়ম বহির্ভূত ভাবে গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্বে থেকে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করেন এডভোকেট আবু জাহির এমপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের রায় অমান্য করে নিয়ম বহির্ভূত ভাবে গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্বে থেকে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করেন এডভোকেট আবু জাহির এমপি

অনলাইন এডিটর
August 23, 2020 2:17 am
Link Copied!

ছবি: শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা আয়োজিত সংবাদ সম্মেলন।

 

স্টাফ রিপোর্টার ।। শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ নিয়ে চলছে নানা টালবাহানা। কেউ বলছেন, সদ্য নিয়োগপ্রাপ্ত বিতর্কিত অধ্যক্ষ মোঃ সাহাব উদ্দিন উৎকোচ দিয়ে উপর মহলকে কব্জা করে নিয়োগ লাভ করেছেন। আবার কেউ বলছেন, বৈধ ধারাবাহিকতা বজায় রেখেই নিয়োগ দেয়া হয়েছে তাকে।

এ নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ হিসেবে গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে এতে উপস্থিত সাংবাদিকদের গ্রহণযোগ্য কোন প্রশ্নের উত্তর দিতে পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা-বার্তার বলার অভিযোগ উঠেছে ।

তবে বিতর্কিত অধ্যক্ষ মোঃ সাহাব উদ্দিনের অবৈধ পন্থায় নিয়োগ লাভের বিষয়টি পরিষ্কার ভাবে উঠে এসেছে ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’-এর অনুসন্ধানে। খোঁজ নিয়ে জানা গেছে, নিজেদের মনোনীত প্রার্থী মোঃ সাহাব উদ্দিনকে নিয়োগ দিতে বারবার নানা অজুহাতে পরিবর্তন করা হয়েছে নিয়োগ পরীক্ষার তারিখ। এদিকে, নিয়োগ প্রক্রিয়ায় থাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত প্রতিনিধি প্রফেসর ডক্টর মোঃ ইলিয়াস সিদ্দিকী (চেয়ারম্যান, ইসলামি স্টাডিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউল আহসান শায়েস্তাগঞ্জে আসার পর তাদের অবস্থান গোপন করে রাখা হয়। আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা না মেনে নিয়োগ প্রক্রিয়ায় অভিভাবক সদস্য মোঃ শাহজাহান, আঃ হক এবং দারুসসুন্নাহ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফারুক উপস্থিত থেকে সরাসরি হস্তক্ষেপ করেন। অভিভাবক সদস্য শাহজাহান একজন চার্জশিট ভুক্ত আসামী।

বিতর্কিত অধ্যক্ষ মোঃ সাহাব উদ্দিনের অভিজ্ঞতা নিয়ে উঠেছে প্রশ্ন? নিয়োগ বিজ্ঞপ্তিতে ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল হয়ে চাকরির অভিজ্ঞতার কথা থাকলেও খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বাহুবল উপজেলার দ্বিমুড়া ফাজিল মাদ্রাসায় ভাইস- প্রিন্সিপাল হিসেবে চাকরি করেছেন এবং শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে জমা দিয়েছেন ভুয়া অভিজ্ঞতার সনদপত্র। শুধু তাই নয়, শিক্ষক সমিতির ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের হাতে আটকও হয়েছিলেন তিনি দুই বছর আগে ।

এ নিয়ে স্থানীয় লিলু মিয়া ও রফিকুল ইসলাম নামে সচেতন ব্যক্তিরা প্রতিবাদ করলে তাদের মামলা-হামলার হুমকিও দেন সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাগর উদ্দিন ভুঁইয়া। সবচেয়ে বড় কথা হল, হাইকোর্টের রায় অমান্য করে নিয়ম বহির্ভূত ভাবে গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্বে থেকে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির।

সম্প্রতি হাইকোর্টের বিচারপতি মোঃ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া এক রায়ে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ফাজিল ও কামিল মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে জাতীয় সংসদের সম্মানিত সদস্যগণ সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। সর্বজন শ্রদ্ধেয় সংসদ সদস্যদের জাতীয় গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সার্বক্ষণিক নিবেদিত থাকতে হয়। গভর্নিং বডির সভাপতির পদ সংসদ সদস্যদের মহান পদের সঙ্গে একেবারেই বিপরীত। সংসদ সদস্যগণ তার নির্বাচিত এলাকাসহ সমস্ত দেশের উন্নয়নে নিবেদিত। অপর দিকে গভর্নিং বডির সভাপতি শুধু ওই প্রতিষ্ঠানের উন্নয়নে নিবেদিত। প্রত্যেক এমপি তার এলাকার কার্যত নির্বাচিত অভিভাবক, তিনি তার এলাকার অভিভাবক হিসেবে সব গভর্নিং বডিরও অভিভাবক। তিনি কখনোই গভর্নিং বডির সভাপতির পদ পাওয়ার চেষ্টা করবেন না। একজন এমপিকে দেশের সব মানুষের কল্যাণের জন্য যেমনিভাবে ভালো ভালো আইন প্রণয়ন করতে হয়, তেমনিভাবে তার এলাকার সার্বিক উন্নয়নের জন্যও সার্বক্ষণিক-ভাবে নিজেকে নিয়োজিত রেখে দায়িত্ব পালন করতে হয়। একজন এমপিকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়।

অন্যদিকে গভর্নিং বডির সভাপতি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা এমপির নিচের পদমর্যাদার। সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত এমপি যদি গভর্নিং বডির সভাপতি হন, তাহলে কার্যত ওই গভর্নিং বডি একটি একক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হতে বাধ্য। কারণ, নির্বাচিত এমপির ওপর কথা বলার সাহস গভর্নিং বডির কোনও সদস্যের থাকে না, এটাই বাস্তব সত্য। এ রায় প্রদান করেন হাইকোর্ট।

মাদ্রাসার প্রাক্তন একজন অভিভাবক প্রতিনিধি জানান, শিক্ষা অধিদপ্তর কি দুর্নীতিগ্রস্ত হতে পারেনা? আর যেখানে গভর্নিং বডির সভাপতি দেশের বাহিরে থাকায় ২য় সার্কুলার এর নিয়োগ আটকে থাকে সেখানে আবার বলতেছেন নিয়োগ প্রক্রিয়ায় গভর্নিং বডির কিচ্ছু করার নাই! যোগাযোগ করা হলে সংবাদ সম্মেলনে থাকা সাবেক অধ্যক্ষ সাগর উদ্দিন ভুঁইয়া বলেন, ‘‘হাইকোর্টের রায়ের পর এমপি কিভাবে নিয়োগ বোর্ডে থাকেন সেটা তার বিষয়, আমাদের নিয়োগ কার্যক্রম সঠিক আছে। এ নিয়ে বিস্তারিত এমপি সাহেবই বলতে পারবেন’’।

এ ব্যাপারে বিতর্কিত অধ্যক্ষ মোঃ সাহাব উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।