হলুদ সাংবাদিক তকমা ও শোয়েব চৌধুরীর বসুন্ধরা মিডিয়া পুরস্কার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 2 June 2022
আজকের সর্বশেষ সবখবর

হলুদ সাংবাদিক তকমা ও শোয়েব চৌধুরীর বসুন্ধরা মিডিয়া পুরস্কার

Link Copied!

ইন্টারনেটে ঘাটাঘাটি করে হলুদ সাংবাদিকতা বলতে যা বুঝলাম তা হলো,উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকে এ ধরনের শব্দ অভিহিত করা হয়।

এ ধরনের সাংবাতিকতায় ভালমত গবেষণা বা খোঁজ-খবর না করেই দৃষ্টিগ্রাহী ও নজরকাড়া শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। হলুদ সাংবাদিকতার মূল উদ্দেশ্য হল সাংবাদিকতার রীতিনীতি না মেনে যেভাবেই হোক পত্রিকার কাটতি বাড়ানো বা টেলিভিশন চ্যানেলের দর্শকসংখ্যা বাড়ানো।

অর্থাৎ হলুদ সাংবাদিকতা মানেই ভিত্তিহীন সংবাদ পরিবেশন, দৃষ্টি আকর্ষণকারী শিরোনাম ব্যবহার করা, সাধারণ ঘটনাকে একটি সাংঘাতিক ঘটনা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, কেলেংকারির খবর গুরুত্ব সহকারে প্রচার করা, অহেতুক চমক সৃষ্টি ইত্যাদি।

বাংলাদেশ নানা মতাদর্শী সাংবাদিক থাকলেও হলুদ সাংবাদিক নিয়ে জনগণের অন্যরকম আগ্রহ রয়েছে। এর কারণ হিসেবে বলা যেতে পারে নানা সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলুদ সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন। সেখান থেকেই বিষয়টি জনগনের নজরে এসেছে। বাংলাদেশ সততার সাথে সাংবাদিকতা করাটা যথেষ্ট কঠিন কাজ। কারণ এখানে কে সৎ আর কে অসৎ সেটি বুঝা বড় দায়।

প্রায়শই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আলোচিত সংবাদ পরিবেশন করে এমন সাংবাদিককেই হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে গালমন্দ করে থাকেন। এক্ষেত্রে হলুদ সাংবাদিক বলে অবহিত করার কোন যৌক্তিক কারণ নেই। কেবল নিজের রাগ বিদ্বেষের কারণে এর শব্দদ্বয় ব্যবহার করা হয়ে থাকে। আবার প্রভাবশালীমহলের কারো বিরুদ্ধে কোন সাংবাদিক অনুসন্ধানী প্রতিবেদন করলে তো আর কথাই নেই।

নেতার পাশাপাশি তার বা তাদের অনুসারীরাও ওই সাংবাদিককে হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে থাকেন। ক্ষেত্রবিশেষে মামলা করে জেলের ভাত খাওয়ানোর ঘটনাও ঘটে। বাংলাদেশের মানচিত্রে হবিগঞ্জ জেলাটি তেমনভাবে উজ্জল আলো ছড়াতে পেরেছে কিনা তা তর্কসাপেক্ষ ব্যাপার। তবে সাংবাদিকতা নিয়ে গত দু বছরে এ জেলায় ঘটে গেছে অনেক কিছুই।

প্রভাবশালী মহলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে এ জেলার সাংবাদিক শোয়েব চৌধুরী ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্ত জেল খেটেছেন। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিস ও সুশান্ত দাশগুপ্তের শ্বশুর বাড়িতে সংবাদ প্রকাশের জের ধরে হামলা ও ভাঙচুর হয়েছে।

সংবাদ প্রকাশের জের ধরে এক সাংসদ ২ শত ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সাংবাদিকদের বিরুদ্ধে। এ সকল ঘটনার পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সাংবাদিক শোয়েব চৌধুরী ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্ত এবং তার পত্রিকার সাংবাদিকদেরকেও হলুদ সাংবাদিক আখ্যা দিয়েছেন প্রভাবশালীমহল।

যতই তথ্য উপাত্ত সাপেক্ষে প্রভাবশালী দুর্নীতিবাজ মহলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হোক না কেন তারপরেও কেউ কেউ শোয়েব চৌধুরী এবং সুশান্ত দাস গুপ্তদের কে হলুদ সাংবাদিক তকমা দিয়ে এই প্রচারনা দেখে অনেকে বিভ্রান্ত হতেই পারেন।

ভাবতেই পারেন কিছুটা হলেও বোধ হয় তাদেরকে হলুদ সাংবাদিক আখ্যা দেয়ার যৌক্তিকতা রয়েছে। তবে গত ৩০ মে ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে বসুন্ধরা গ্রুপ আয়োজিত বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ এ অপরাধ ও দুর্নীতি ক্যাটাগরিতে দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে দেশের সেরা ১১ জন অনুসন্ধানী প্রতিবেদনকারী হিসেবে পুরস্কার দেয়া হয়।

ঢাকার বাইরে একমাত্র তিনি পুরস্কৃত হওয়ায় হবিগঞ্জে হলুদ সাংবাদিকতা সংজ্ঞা পাল্টে যায়। ওই কথিত প্রভাবশালী এবং তার অনুসারীদের হলুদ সাংবাদিকতার সংজ্ঞা অনুসরণ করলে শোয়েব চৌধুরীর ওই পুরস্কার পাওয়ার কথা নয়।

হবিগঞ্জের জনসাধারণের আলোচনার অন্যতম একটি বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক শোয়েব চৌধুরীর বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তি। কেউ কেউ বলছেন হলুদ সাংবাদিকতা করে যদি ভাল কিছু হয় তাহলে হলুদ সাংবাদিকই ভালো।

একই সাথে চলে আসছে সুশান্ত দাশগুপ্ত এবং তার পত্রিকার সাংবাদিকদের প্রসঙ্গও। শোয়েব চৌধুরী এবং সুশান্ত দাস গুপ্তকে একই নিক্তিতে ওজন করে হলুদ সাংবাদিক তকমা দেয়ায় জনগণ বলছে এরকম হলুদ সাংবাদিকই হবিগঞ্জে দরকার।

হবিগঞ্জে জনগণের পালস বুঝে রাজনৈতিক নেতৃবৃন্দ তথা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মন্তব্য করা প্রয়োজন বলে মতামত উঠে আসছে। এ যেন এক অমোঘ সতর্কবাণী, জনবিরোধীদেরকে জনগণ একসময় না বলবেই।