হবিগঞ্জে রেড জোন ঘোষণা থাকলেও মানছেন না কেউ বিধিনিষেধ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে রেড জোন ঘোষণা থাকলেও মানছেন না কেউ বিধিনিষেধ

Link Copied!

আব্দুল আউয়াল, হবিগঞ্জ সদরঃ   হবিগঞ্জ শহরের ৯ নং ওয়ার্ড রেডজোন ঘোষণা থাকলেও মানছেন না কেউ বিধিনিষেধ নিষেধ। সারাদেশে যখন কোভিড-১৯ প্রাদুর্ভাব তুঙ্গে তখন হবিগঞ্জ শহরের রেডজোন এলাকায় চলছে ভিন্নমাত্রায়। চলছে অবাধে চলাচল, মুখে নেই মাস্ক, মানছেন না কেউ সামাজিক দূরত্ব।  সমাগম বজায় রেখে চলছে বাজার-হাট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯ নং ওয়ার্ডের শায়েস্তানগর পৈল রোড এলাকায়  অবাধে চলছে টমটম, অটোরিকশা, পিকআপ ভ্যান, মালবাহী ছোট গাড়ী । লক্ষ করা যায় এই রাস্তা দিয়ে যাতায়াত করছে আশেপাশের অনেক গ্রামের মানুষ। অধিকাংশ চালক ও যাত্রীরা মানছেন না বিধিনিষেধ।  নেই মুখে মাস্কের ব্যবহার। এদিকে শায়েস্তানগর তেমুনিয়া পয়েন্টও লক্ষ করা যায়  ভাসমান ব্যবসায়ীদের সমাগম।  সেখানেও কেউ মানছেন না সামাজিক দূরত্ব।

ছবি : হবিগঞ্জে অবাধে চলছে যানবাহন ,কেউ মানছেনা রেড জোনের নিয়মকানুন

জানা যায়- ৯নং ওয়ার্ডের মাছুলিয়া, মাহমুদাবাদ, ইনাতাবাদ, অনন্তপুর, কোরেশনগর এলাকায় অবাধে প্রবেশ করছেন অন্য ওয়ার্ডের মানুষ।  চলছে চায়ের স্টলে আড্ডা- গল্প। মাঠে চলছে নিয়মিত খেলাধুলা।

এদিকে গত ১৮ ই জুন ডেপুটি সিভিল সার্জনের সূত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হবিগঞ্জ শহরের ৬ নং এবং ৯ নং ওয়ার্ড কে  রেডজোন ঘোষণা করা হয়। তন্মধ্যে রেডজোন এলাকায় ২১ দিনের (২১ জুন থেকে ০৯ জুন পর্যন্ত ) সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। এবং রেডজোন এলাকায় বহিরাগত প্রবেশের বিধিনিষেধ দেওয়া হয়।

ছবি : হবিগঞ্জে মানা হচ্ছেনা লকডাউন চলছে অবাধে চলাফেরা

ব্যাপারে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম “দৈনিক আমর হবিগঞ্জ” কে বলেন- আমি পৌরসভা কতৃক জনসচেতনতামূলক তথ্য দিয়ে মাইকিং করছি। তারই সাথে ০৯ নং ওয়ার্ড আওতাধীন সকল দোকানপাটে সামাজিকতা দূরত্ব নিশ্চিত করে ব্যবসা করার জন্য বলেছি এবং বিকাল ৪ টার পর দোকান খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আমি “দৈনিক আমার হবিগঞ্জ” সংবাদপত্রের মাধ্যমে ০৯ নং ওয়ার্ডবাসীকে অনুরোধ করছি- নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ রাখতে বাসায় অবস্থান করুন। এবং জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না।
তিনি আরও বলেন – আমি পৌরসভার নন্দিত মেয়র মিজানুর রহমান ও জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নিজ এলাকায় কাজ করে যাচ্ছি।