হবিগেঞ্জ মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 April 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগেঞ্জ মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব

Link Copied!

এম এ রাজা হবিগঞ্জ সদর প্রতিনিধি :  হবিগঞ্জে মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। শনিবার (১১এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জের শায়েস্তানগর মাছের পাইকারি ও খুচরা বাজারে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বসে একে অপরের সাথে ঘেষাঘেষি করে মাছ কেনাবেচা করতে।

ছবি ; হবিগঞ্জের শায়েস্তানগরে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় না রেখে মাছ বাজারে ভিড় জমাচ্ছেন ক্রো-বিক্রেতারা

এই বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি আড়ৎদাররা মাছ নিয়ে আসেন।
পরবর্তীতে হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে মাছ ব্যবসায়ীরা মিলিত হন পাইকারাদের কাছ থেকে মাছ কেনার জন্য। এতে করে আড়ৎদার পাইকারি ব্যবসায়ী ও খুচরা সাধারণ মানুষসহ বাজারে প্রায় ৫০০-১০০০ মানুষের সমাগম হয়। সচেতন মহলের দাবি এতে করে কোনভাবেই করোনা মহামারি বিস্তার রোধ করা  সম্ভব নয়। তাই অতি দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার পরিচালনা করা হয়।