খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গুইবিল সীমান্তে ৫৫ বিজিবি অভিযানে চোরাই পথে আসা মাঝারি আকারের ২টি ভারতীয় গরু আটক করা হয় অবশেষে ৬০ হাজার টাকা মূল্যে উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়েছে গরু দুটিকে।
বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ ৫৫ বিজিবি ক্যাম্পের ক্যান্টিনে সহকারি রাজস্ব কর্মকর্তা রজত কান্তি দে এবং আবু হোসাইন, বিজিবির সদস্য ও নিলামকারিদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রয় করা হয়।
নিলামে মোট ৫ জন অংশগ্রহন করলেও সর্বোচ্চ নিলামকারি ধুলিয়াখালের স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ভ্যাটসহ ৬০ হাজার টাকায় গরু ২টি ক্রয় করেন।

ছবি : আটককৃত দুটি গরু উন্মুক্ত নিলামে বিক্রি করলো কাস্টমস বিভাগ
গরু ২টি নিলামের সময় বিজিবি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবেদার মেজর গোলাম কিবরিয়া, হাবিলদার আইয়ুব হোসেন, হাবিলদার নূরউদ্দিন আহমেদ, নায়েক মফিজুল ইসলাম, এ সময় নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, আব্দুল আউয়াল, শাহিন আহমেদ, আব্দুল আজিজ প্রমুখ।
নিলাম শেষ সর্বোচ্চ নিলাম কারী আজিজকে গুরু দুইটির কাগজপত্র হাতে তুলে দেন দুই রাজস্ব কর্মকর্তা