হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 21 May 2020

হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যবস্থাপনা কমিটির কার্যকরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএমএ এর সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক, আরএমও শামীমা আক্তার, এডিসি সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অনূপ কুমার দেব মনা, সৈয়দ কামরুল হাসান প্রমূখ।

সভায় হাসপাতালকে দালাল ও ধূমপান মুক্ত করা, অফিস চলাকালীন সময়ে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাক্ষাত, নষ্ট এক্সরে ও এনেসথিশিয়া মেশিন কারিগরি ত্রুটিমুক্ত করা, ফ্যান, দরজা-জানালা মেরামত, পরিস্কার পরিচ্ছন্নতা, হাসপাতালের সামনে দোকানঘর ও বেসরকারি এম্বুলেন্স উচ্ছেদ বিষয়ে আলোচনা হয়। অফিস সহকারী সিরাজুল আলমকে নবীগঞ্জে দূর্নীতির দায়ে বদলী করা হলেও ‘তদবীর’ করে আবারও হবিগঞ্জ সদর হাসপাতালে ফিরে আসার বিষয়টি আলোচনা করা হলে তাকে তাৎক্ষণিক পুনরায় পূর্বের কার্যস্থল নবীগঞ্জে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভা শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন।

শীর্ষ সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়