দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির প্রথম দিন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ ) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মালিক চৌধুরী সুযোগ্য সন্তান সাবেক সংরক্ষিত আসনে সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের আশায় দীর্ঘদিন যাবত এলাকায় ব্যপক গণসংযোগ চালিয়ে আসছেন জাতীয় পর্যায়ে সফল এই রাজনৈতিক নেতী।
পাশাপাশি নির্বাচনী প্রচারনায় দেশের উন্নয়নের চিত্রও তুলে ধরছেন তার অনুসারীরা। তৃণমুল পর্যায়ে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী রয়েছে নিবেদিত প্রাণ বিশাল কর্মীবাহিনী। তারা প্রতিনিয়ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নি:স্বার্থভাবে দলের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন।
এবারের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ¯স্নেহধন্য, বিশ্বস্থ ও আস্থাভাজন হিসেবে এই আসনে আওয়ামী লীগ থেকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীই চুড়ান্ত মনোনয়ন পাবেন বলে তারা প্রত্যাশা করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘আমি হবিগঞ্জ-১ (বাহুবল ও নবীগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। পাশাপাশি হবিগঞ্জ ১ বাহুবল ও নবীগঞ্জ উপজেলার সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছি।
নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় আমার পরিবারের ওপর অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
আমার বাবা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি জন্মলগ্ন থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতি করতেন। মৃত্যু আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হননি। জন্ম সূত্রে আমি আওয়ামী লীগ করি। আমি বিশ্বাস করি নেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।’
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘তৃণমূলের রাজনীতির সঙ্গে যার সম্পর্ক রয়েছে, যারা ত্যাগী, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যার ভালো সম্পর্ক রয়েছে এমন নেতৃত্বকে শেখ হাসিনা মূল্যায়ন করেন। আমি বাহুবল – নবীগঞ্জ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। আমি যদি মনোনয়ন পাই।
ইনশাআল্লাহ এ আসন বিপুল ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হবিগঞ্জ ১ (বাহুবল – নবীগঞ্জ) জনগণ উপহার দেবে।