প্রেস বিজ্ঞপ্তি : হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের হবিগঞ্জ জেলা শাখার বহিস্কৃত সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনর্বহাল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি পত্রে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের পুনর্বহাল করেন। এরমধ্যে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়- হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্তি রায় নিরু ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়কে তাদের দায়িত্বে পূণরায় বহাল করা হলো।
অন্যদিকে, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত স্বাক্ষরিত অপর অপর একটি পত্রে হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র মোদক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাসকে তাদের দায়িত্বে পূণরায় বহালের বিষয়টি জানানো হয়। এর আগে ৩১মে সংগঠন দুটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চিঠির মাধ্যমে তাদের সাময়িকভাবে বহিস্কার করেন।