খায়রুল ইসলাম সাব্বির || সিলেট – মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ১২ টি (বিআরটিসি) এসি বাস সার্ভিস।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।
উদ্বোধনের পর সিলেট থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছে একটি বাস।
বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেট যাবে ৬ টি বাস এবং সিলেট থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জ আসবে ৬ টি বাস, বিআরটিসির মোট ১২ টি এসি বাস চালু করা হয়।
এ সময় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী জানুয়ারি মাসের মধ্যেই এডিবি অর্থায়নে হবিগঞ্জ-সিলেট-ঢাকা মহা সড়কে চার লেন নির্মাণ প্রকল্প চালু করা হবে করা হবে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি।