হবিগঞ্জ স্বাস্থ্য ও চিকিৎসা অধিকার বাস্তবায়ন পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 25 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ স্বাস্থ্য ও চিকিৎসা অধিকার বাস্তবায়ন পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি ঃ ৭টি দাবি পূরনের দাবিতে মানববন্ধন ও হবিগঞ্জ সিভিল সার্জনের বরাবরে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ স্বাস্থ্য ও চিকিৎসা অধিকার বাস্তবায়ন পরিষদ।

বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের অফিসের সামনে মানবন্ধনে বক্তারা যেসব বিশেষজ্ঞ চিকিৎসক দেশের বিভিন্ন জায়গা থেকে সপ্তাহে একদিন হবিগঞ্জে এসে চিকিৎসা সেবা প্রদান করেন তাদেরকে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে আগের ন্যয় সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহন করেন।

এছাড়া অবিলম্বে জেলা ও উপজেলায় পিসিআর ল্যাব স্থাপনের মাধ্যমে সকল নাগরিকের বিনামূল্যে করোনা টেষ্ট, অক্সিজেন, ভ্যান্টিলেশনের ব্যবস্থার পাশাপাশি আইসিইউ স্থাপন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স নিয়োগ, বিনামূল্যে সকল প্রকার টেষ্টের সুবিধা প্রদান, রোষ্টার অনুযায়ী সকল চিকিৎসকের কর্মস্থলে থাকা নিশ্চিতকরণ, পদবী অনুসারে চিকিৎসকদের যৌক্তিক ভিজিট নির্ধারন ছাড়াও চিকিৎসক নার্সদের করোনাকালে নিরাপদ আশ্রয়স্থল ও পিপিই ব্যবস্থা নেওয়ার আহবান জানান। মানবন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, নিয়াজ আহমেদ, শাওন আর হাসান, শাহ আলম, উজ্জল রায়, মনসুর আহমেদ রাজিব রায় রাজ প্রমুখ।

 

পরে জেলা সিভিল সার্জনের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।