হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস ভাঙচুর: চলাচল বন্ধ করে দিল পরিবহন শ্রমিকরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 27 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস ভাঙচুর: চলাচল বন্ধ করে দিল পরিবহন শ্রমিকরা

Link Copied!

এম এ রাজা।।  ম্যানেজারকে মারধর করে সিলেট-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস বন্ধ করে দিয়েছে পরিবহণ শ্রমিকরা।
রবিবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে দেয় এবং ম্যানেজারের সরকারি গাড়ি ভাংচুর করে।
বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ তাদের কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেয় পরিবহন শ্রমিকরা।
এ ব্যপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিআরটিসি সিলেটের ম্যানেজার জুলফিকার আলী।

ছবি : হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকরা

হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারের ম্যানেজার অভিযোগ করেন, সকালে ৯ টায় শেরপুর মৌলভীবাজারগামী একটি বাস শেরপুরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সকাল সাড়ে নয়টায় হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে ১০-১৫ জন পরিবহন শ্রমিক এসে অতর্কিতে হামলা চালায়।
এসময় তারা কাউন্টারে লুটপাট ও ডিপো ইনচার্জ জুলফিকার আলিকে লাঞ্চিত করে। ভেঙে ফেলে তার সরকারি গাড়ীর কাঁচ।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিবহন শ্রমিক নেতারা দাবি করেন, তাদের সাথে আলোচনা না করে ও তাদের অনুমতি না নিয়ে চালানোয় তারা ক্ষুব্ধ।