হবিগঞ্জ-সিলেট বিরতিহীনের বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত বাতিল ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 11 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-সিলেট বিরতিহীনের বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত বাতিল !

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির :   হবিগঞ্জ-সিলেট রোডে বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত বাতিল করেছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।

করোনা সংক্রামণ রোধে দীর্ঘদিন পরিবহণ বন্ধ থাকার পর পূনরায় চালু হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহি পরিবহণ চলাচালের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেয় সরকার। এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় শারিরীক দূরত্বের বিষয়টিকে।

( ৯ আগস্ট) রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করা হলেও (১১ আগস্ট ) দুপুরে এই চুক্তি বাতিল করেছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।

(৯ আগস্ট) সিদ্ধান্ত নেয়া হয়- কোন যাত্রী যদি এক সিট ফাঁকা রেখে বসতে চান তাহলে তাকে ২৩৫ টাকা ভাড়া গুণতে হবে। তবে যদি কোন সিট ফাঁকা না রেখে দুইজনে সমন্বয় করেন তাহলে পূর্বের ভাড়া ১৪৫ টাকা ভাড়া নেয়া হবে।

ছবি : হবিগঞ্জ মটর মালিক গ্রুপের বিজ্ঞপ্তি

কিন্তু শারীরিক দূরত্ব নিশ্চিত না থাকায় এই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।

সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহণ করতে হবে। এক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার অনুমতিও দেয়া হয়। ফলে হবিগঞ্জ-সিলেট রোডে ১৪৫ টাকার পরিবর্তে ভাড়া নির্ধারণ করা হয় ২৩৫ টাকা।

 

হবিগঞ্জ মটর মালিক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতদ্বারা হবিগঞ্জ মটর মালিক গ্রুপের আওতাধীন সকল লাইনের চালক, কন্ডাক্টর, হেলপারগন কে জানানো যাইতেছে যে, সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাএী পরিবহন ও করোন কালীন সময়ে সরকার নির্ধারিত ভাড়া মেনে প্রতি দুই সিটে একজন যাত্রী বসার জন্য নির্দেশ প্রধান করা হইলো। যদি কোন স্টাফ এর ব্যাতিক্রম করে তাহলে ঐ গাড়ি সকল স্টাফ কে ৭ দিনের জন্য সাসপেন্ড করা হইবে।

 

ছবি : হবিগঞ্জ-সিলেট রোডের বিরতিহীন বাস

 

এ ব্যাপারে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান ‘সরকারি নির্দেশনার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই বাস চলাচল করবে।