মোঃ খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জ-সিলেট রোডে বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।
করোনা সংক্রামণ রোধে দীর্ঘদিন পরিবহণ বন্ধ থাকার পর পূণরায় চালু হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহি পরিবহণ চলাচালের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেয় সরকার। এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় শারিরীক দূরত্বের বিষয়টিকে।
রবিবার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।
এই সময় সিদ্ধান্ত নেয়া হয়- কোন যাত্রী যদি এক সিট ফাঁকা রেখে বসতে চান তাহলে তাকে ২৩৫ টাকা ভাড়া গুণতে হবে। তবে যদি কোন সিট ফাঁকা না রেখে দুইজনে সমন্বয় করেন তাহলে পূর্বের ভাড়া ১৪৫ টাকা ভাড়া নেয়া হবে।
এর আগে সরকার থেকে বলা হয় শারীরিক দূরত্ব বজায় রাখতে এক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহণ করতে হবে। এক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার অনুমতিও দেয়া হয়। ফলে হবিগঞ্জ-সিলেট রোডে ১৪৫ টাকার পরিবর্তে ভাড়া নির্ধারণ করা হয় ২৩৫ টাকা।
এ ব্যাপারে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান ‘সরকারি নির্দেশনার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই বাস চলাচল করবে। তবে যেসব যাত্রীরা সমন্বয় করে পাশাপাশি বসতে পারবেন তাদের কাছ থেকে পূর্বের ভাড়া নেওয়া হবে। সোমবার থেকে এই কার্যক্রম অব্যহত থাকবে।