স্টাফ রিপোর্টার : বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৬’টার দিকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃন্দাবন কলেজ সূত্রে জানা যায়, প্রতিদিনকার নায় শুক্রবার বিকেলেও অধ্যাপক জামাল উদ্দিন চৌধুরী সাইকেল চালিয়ে ব্যায়ামের জন্য হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতরে যাচ্ছিলেন। এসময় তিনি দেখতে পান স্কুলের দেয়ালের উপর থেকে একটি যুবক বরশি দিয়ে মাছ ধরছে, তখন তিনি ওই যুবকটিকে মাছ ধরতে নিষেধ করলে ওই যুবক ও তার সাথে আরও কয়েকজন অধ্যক্ষ কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে একপর্যায়ে দুর্বৃত্তরা ইট দিয়ে ওনার উপর হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনার সাথে সাথে তিনি পুলিশকে বিষয়টি অবগত করেন। ঘটনার পরপরই বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহার শাহীন ফেসবুকে ঘটনাটি জানিয়ে পোস্ট করলে সুশীল সমাজের নেতৃবৃন্দরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেন। দুর্বৃত্তদের হামলার শিকার বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী দৈনিক আমার হবিগঞ্জ কে জানান প্রতিদিনের মত আমি সাইক্লিন করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতরে যাচ্ছিলাম। এসময় একটি ছেলেকে দেয়ালের উপর উঠে বরশি দিয়ে মাছ ধরতে দেখি, তখন তাকে সরকারি প্রতিষ্ঠান থেকে মাছ ধরতে নিষেধ করি সঙ্গে সঙ্গে ছেলেটি ও তার সাঙ্গপাঙ্গরা খেপে গিয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলি দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান বিষয়টি জানার পর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চালাচ্ছি।