শামীম চৌধুরী : বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা গ্রামের জনতা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে ২০২১ সাল থেকে মেধাবৃত্তি দেওয়ার ঘোষনা দিয়েছেন অধ্যাপক ইশু ভূষন দাশ রায়।
জনতা উচ্চ বিদ্যালয় কাগাপাশা বুধবার (১৯ আগস্ট) হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বাবু ইশু ভূষণ দাশ রায় আজ উনার বাল্য শিক্ষা কেন্দ্র কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন স্কুল পরিদর্শনে এসে শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মুলক কিছু কথা বলেন।
এসময় কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে মুগ্ধ হয়ে ২০২১ সাল থেকে উনার বাবা ইন্দু ভূষণ দাশ রায় ও মা সুকুৃমারী দাশ রায়ের নামে প্ররতিবছর ২০,০০০/- (বিশ হাজার টাকা) মেধাবৃত্তি দেওয়ার ঘোষনা দেন। এবং আজই দুই শিক্ষার্থীকে দুই হাজার টাকা দিয়ে শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন ৬ নং কাগাপাশা ইউ/পি’র চেয়ারম্যান জনাব মোঃ এরশাদ আলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈষ্ণব বাবু, সহকারি শিক্ষক প্রদ্যোত্ন কুমার, কৃপেন্দ্র দাশ, বনভীর তালুকদার,মৌলানা আলী আহমেদ লস্কর ও ম্যানেজিং কমিটির সভাপতি মুনসুর আহমেদ, চৌধুরী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
উল্লেখ্য, যে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক বাবু ইশু ভূষণ দাশ রায় বানিয়াচং কাগাপাশা গ্রামের কৃতি সন্তান এবং জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।