অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও হবিগঞ্জের ইতিবৃত্ত স্মরণিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২২মার্চ) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌলসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল সামাদ।
শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক প্রধান শিক্ষক মাওঃ আব্দুল ওয়াদুদ, গীতা পাঠ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
আয়োজিত অনুষ্ঠানে মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত ও সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার।
প্রধান অতিথির দেয়া বক্তব্যে হবিগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম বলেন, অবাদ তথ্য প্রবাহের যোগে তথ্য বিভ্রাটের সুযোগ নেই। অনুসন্ধানী সাংবাদিকরা তথ্য নিয়ে সচেতন। সাধারন মানুষের প্রতিচ্ছবি সংবাদ মাধ্যম। দেশের প্রতিটি জেলা প্রশাসক কার্যালয়ে তথ্য শাখা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকরা এর সুফল নিতে পারেন।
জেলা ভিত্তিক দৈনিক হবিগঞ্জ সময়ের ৮ম বর্ষপূর্তিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পত্রিকা কর্তৃপক্ষের উদ্যোগে হবিগঞ্জে ইতিবৃত্ত স্মরণিকাটি সর্বক্ষেত্রে তথ্যের একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি সংবেদনশীল সংবাদ পরিবেশনে তথ্য সমৃদ্ধ সংযুক্তির আহবান জানান।
বিশেষ অতিথির দেয়া বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন, মানব সচেতনতায় গণমাধ্যমের কালজয়ী ইতহাস রয়েছে। সময়ের পরিক্রমায় এর জৌলুস অনেকটা হারিয়ে গেছে। তিনি বলেন, মতানৈক্য তৈরী কওে এমন সংবাদ পরিবেশনে সংশ্লিষ্ট পক্ষের মন্তব্য নেয়া আবশ্যক। এবিষয়ে সচেতন থাকার আহবান জানান তিনি।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ নাহিজ বলেন, ঝুকিপূর্ণ পেশা হিসেবে দলমত, শ্রেণি বর্ণ নির্বিশেষে সকলেরই উচিত সংবিধানের চতুর্থ স্তর সংবাদ মাধ্যমকে সহায়তা করা। তথ্য অধিকার আইনের সুফল যাতে উপভোগ করা যায় সে বিষয়ে সহায়তা করা।
অনেক ক্ষেত্রে অসাধু লোকেরা এসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী করে। প্রশাসন, গণমাধ্যম, রাজনীতিবিদ, একে অপরের পরিপূরক হিসেবে কাজের পরিবেশ তৈরী হলে সমাজের অনেক অসঙ্গতি কেটে যাবে। দেশ এগিয়ে যাবে। তথ্য সরবরাহ ও স্বাধীন সাংবাদিকতায় বাঁধাগুলো অপসারণের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র আইনজীবি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সিনিয়র আইনজিবী ও দৈনিক আমাদের সময় পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক ও প্রকাশক প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, ইন্ডিপিন্ডেন্ট টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএএম নুরুজ্জামান চৌধুরী, সময় টিভি ও মানবজমিন হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমেদ খান, মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক পাবেল খান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি গীতিকার মোঃ আব্দুল মুকিত, দৈনিক মানবজমিন বানিয়াচং প্রতিনিধি মোঃ মকলিছুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম খোকন, দৈনিক হবিগঞ্জ সময়ের সাবেক নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদ, স্টাফ রিপোর্টার ফারুক মোহাম্মদ, সাংবাদিক আশাহিদ আলী আশা প্রমূখ।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট নাভিদ সারোয়ার, দি ডেইলী সান পত্রিকার জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক সফিকুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক শরিফ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস.এম সুরুজ আলী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনী পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, জেলা গ্লোবাল টিভির প্রতিনিধি এম.এ আজিজ সেলিম, প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, সময়ের চিফ রিপোর্টার জুয়েল চৌধুরী, দৈনিক লোকালয়ের বার্তা সম্পাদক এম.আর সাহেল, বিজয়ের প্রতিধ্বনীর সিনিয়র স্টাফ রিপোর্টার এমডি সজলু, মাই টিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, কোলা কাগজের জেলা প্রতিনিধি আতাউর রহমান ইমরান, দৈনিক বাংলা পত্রিকার রায়হান আহমদ, দেশ টিভির জেলা প্রতিনিধি এস.এম আমীর হামজা, তরফবার্তার বার্তা সম্পাদক জায়েদ আলী মামুন, সমাচারের স্টাফ রিপোর্টার মোঃ তৌহিদ মিয়া, দারুল হিকমাহ জামেয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতি ফয়সল তালুকদার, সমাজ সেবক আবুল কালাম মিঠু, ট্যাক্টট ইঞ্জিনিয়ার ইয়াসিন শাহারিয়ার, নারী উদ্যোগক্তা ফোরামের সভাপতি বদরুন নাহার চৌধুরী রুমি, নবীগঞ্জ বঙ্গবন্ধু একাডেমি হাইস্কুলের সভাপতি শাফি মিয়া তালুকদার, নবীগঞ্জ থেকে চৌকশ পত্রিকার প্রতিনিধি মাস্টার ছাদিকুল ইসলাম, বৈচিত্রময় পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ আবু তালেব, মানব কন্ঠের প্রতিনিধি মুহিবুর রহমান, দিনকাল প্রতিনিধি অলিউর রহমান, সময়ের স্টাফ রিপোর্টার আলী হাছান লিটন, জাতীয় অর্থনীতির প্রতিনিধি তৌহিদ চৌধুরী, সমাচারের প্রতিনিধি নাবেদ মিয়া, সাংবাদিক আব্দুল কায়ুম, দেশের কন্ঠের প্রতিনিধি সেলিম উদ্দিন, নয়া শতাব্দীর প্রতিনিধি অঞ্জন রায়, আমার হবিগঞ্জের স্টাফ রিপোর্টার মোফাজ্জল ইসলাম সজীব, হবিগঞ্জের বানীর প্রতিনিধি মোঃ আলাল মিয়া, দৈনিক আশ্রয় প্রতিনিধি স্বপন রবি, বাহুবল থেকে আজকের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আবু সাঈদ, সময়ের স্টাফ রিপোর্টার জুবায়ের আহমদ, শায়েস্তাগঞ্জ থেকে সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হক রেনু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং থেকে সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, মানবজমিনের প্রতিনিধি মখলিছ মিয়া, ডেইলি কান্টি টুডে প্রতিনিধি ইমতিয়াজ আহমদ লিলু, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি নজরুল ইসলাম তালুকদার, চুনারুঘাট থেকে সময়ের স্টাফ রিপোর্টার মোঃ ফারুক মাহমুদ, দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি খন্দকার আলাউদ্দিন, লাখাই আতাউর রহমান ইমরান, আজমিরীগঞ্জ সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদ, মাধবপুর থেকে সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মুহিবুর রহমান, লাখাই থেকে সময়ের প্রতিনিধি সুর্য্য রায়, মহিলা সাংবাদিক সাহেলা আক্তার, আজমিরীগঞ্জ থেকে হাবিবুর রহমান রিয়াদ, বিশিষ্ট ব্যক্তি মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য মোঃ সাইফুল আলম, মোঃ হিফজুর রহমান, আব্দুল কাদির, নবীগঞ্জ পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, মোঃ রাসেল মিয়া, চান মিয়া, মামুন মিয়া, করছু মিয়া, ফারছু মিয়া তালুকদার, তামিম তালুকদার, রোমান তালুকদার, কাওছার মিয়া, স্বপ্না আক্তার, আসমা বেগম, মোছাঃ মাহমুদা বেগম, শিরিনা তালুকদার, ছিনতিয়া পারভিন সিন্ধিদা, মাহমুদা আক্তার, সুমনা তালুকদার, পান্না তালুকদার, সালমা তালুকদার, হবিগঞ্জ সংবাদপত্র হকার সমিতির সভাপতি কামাল খান, সহ-সভাপতি আব্দুর নুর ও শাহিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, কোষাধ্যক্ষ আল আমিন, সময়ের পত্রিকার মেশিনম্যান রাশেদ আহমদ চৌধুরী, নবীগঞ্জের সংবাদপত্র বিক্রেতা মোঃ জামাল উদ্দিন, মোঃ সাফি মিয়া, ফারভেজ, পালন, নাঈম তালুকদার, মিজান তালুকদার, ইমন তালুকদার প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।