হবিগঞ্জ সদর হাসপfতালে গাইনী ও প্রসূতি বিভাগে রোগী হয়রানীর শিকার হচ্ছে প্রতিনিয়ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 5 April 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর হাসপfতালে গাইনী ও প্রসূতি বিভাগে রোগী হয়রানীর শিকার হচ্ছে প্রতিনিয়ত

Link Copied!

সদর প্রতিনিধি  :  হবিগঞ্জ সদর হাসপতালের গাইনী ও প্রসূতি বিভাগের জরুরী বিপদ মুহুর্তের অব্যাহত সেবাকে ব্যাহত করছেন একজন সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডাক্তার। ব্যাপক তথ্যানুসন্ধানে ও রোগীদের সাথে কথা বলে জানা যায়, সদর হাসপাতালের গাইণী বিশেষজ্ঞ ডাঃ ও নার্সরা প্রতিনিয়ত রোগীদের সাথে দুব্যর্বহার করে। অন্য কোন গাইনী ডাক্তারের রোগী হলে প্রয়োজন না হলেও অহেতুক পরীক্ষা, নিরীক্ষা দিয়ে হয়রানী করা হচ্ছে।

তাছাড়া সামান্য রক্ত যাওয়া, অথবা সিজার হওয়া রোগীর সেলাইয়ে রক্ত জমাট (হেমাটোমা) হলেই রোগীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রবিবার(৪এপ্রিল)  বিকালেও প্রতিবেদকের সামনে সদর হাসপাতালেই সিজার হওয়া সাহেদা সুলতানা নামের এক রোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় হয়। এত রোগীটিকে আগমুহুর্তে হওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়।

 

 

ছবি : আধুনিক জেলা সদর হাসপাতালের ভবন এর ছবি

 

 

এভাবে ডাঃ ও নার্সরা রোগীর ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত । এছাড়া সিজার হওয়া অনেক রোগীদের অবস্থা ভাল না হওয়ার আগেই সিট কেটে দেয় যার ফলে রোগীদের অবস্থা খুবই খারাপ হয়ে গেলে অন্যান্য গাইনী ডাক্তারদের ইউনিটে ভর্তি হলে বিব্রতকর পরিস্থিতে পড়তে হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক গাইণী কনসালটেন্ট জানান,সামান্য হেমাটোমা রোগীকে চমেকে রেফারের কোন দরকার নেই। জেলা সদর হাসপাতালেই নিয়মিত ড্রেসিং করলেই তা সেরে যায়।

 

গত কিছু পূর্বে গাইনী ও প্রসূতি বিভাগে আবুল কালাম আজাদ নামে এক ডাক্তারের ডিউটি ছিল । রাতে প্রসব যন্তনা নিয়ে রশিদা বেগম নামের এক মহিলা রোগী ভর্তি হলে রোগীর অবস্থা বেগতিক দেখলে হাসপাতাল থেকে নিয়ম মোতাবেক কল দেয়ার পরও ডাক্তার আবুল কালাম আজাদ না আসায় জরুরী কল পাঠানো হয় । তবু চেম্বার থেকে হাসপাতালে না আসায় উক্ত রোগী মারা যায়।

 

এ ঘটনার এব্যাপারে জানতে চাইলে জেলা সদর হাসপাতালর তত্তাবধায়ক ঘটনার সত্যতা স্বীকার করেন। গাইনী ও প্রসূতি সেবার মত গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা নিয়ে ডাক্তার ও নার্সদেও দায়িত্বে অবহেলার ব্যাপারে ব্যাবস্থা নিতে উধ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।