হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালালের ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 13 May 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালালের ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

Link Copied!

নিজস্ব সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের তালিকাভুক্ত দালাল কথিত তরুণ ড্রাগ সেন্টারের মালিক নুরুল আলম ওরফে সওদাগরের ফামের্সীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সে হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামের আব্দুল হাইয়ের পুত্র।


জানা যায়, মেয়াদ উত্তির্ণ ও নিন্মমামের ঔষধ এবং ভুয়া ড্রাগ লাইসেন্স দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ টিম। ১৩ মে বুধবার সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযান চলছে, ভেজাল বিরোধী কার্যক্রমে অভিযান অব্যাহত থাকবে।