হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে চলছে দালালদের রমরমা বাণিজ্য ; লাশের স্বজনদের জিম্মি করে টাকা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে চলছে দালালদের রমরমা বাণিজ্য ; লাশের স্বজনদের জিম্মি করে টাকা আদায়

অনলাইন এডিটর
August 17, 2020 9:55 pm
Link Copied!

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে চলছে রমরমা বাণিজ্য। হবিগঞ্জ জেলার ৮টি থানার একমাত্র ভরসা হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গ। হত্যা ও দূর্ঘটনা কবলিত লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পুলিশ মর্গে প্রেরণ করলেই খুশিতে আত্মহারা হয়ে উঠে এক শ্রেণীর দালালরা।

লাশের সাথে আসা স্বজনদের জিম্মি করে মদ্যপান, লাশ কাটা, সেলাই, প্যাকেট করা ইত্যাদি নানান অযুহাতে হাজার-হাজার টাকা হাতিয়ে নেয় এরা। টাকা না দিলে উত্তেজিত হয়ে নোংরা ভাষায় গালমন্দসহ অগোচালো করে রেখে দেয় মৃত দেহ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কিছুদিন আগে হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান মর্গ ছাবু মিয়া মারা যাবার পর মর্গে ওই শুণ্য পদে চাকরি পাবার আশায় অনেকেই দৌড়ঝাপ দিয়েছেন বিভিন্ন মহলে। বর্তমানেও তার ওই পদ শুণ্য থাকায় ফায়দা লুটে নিচ্ছে এক শ্রেণীর দালালরা।

সিভিল হবিগঞ্জ ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, লাশের সাথে আসা স্বজনদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের বিষয়টি অন্যায়।

বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন জানান, লাশের স্বজনদের কাছ থেকে টাকা আদায় গুরুতর অন্যায় বিষয়টি আরএমও দের জানানো হবে।

এবং এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।