স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের পরিত্যক্ত স্থানে টেন্ডারের অভাবে বিনষ্ট হচ্ছে কয়েক লাখ টাকার মালামাল।
গত ৫ বছর ধরে পড়ে থাকা হাসপাতালের অকেজো চিকিৎসা যন্ত্রপাতিগুলো খোলা স্থানে রাখায় বৃষ্টিতে ভিজে মরিচাজনিত ক্ষয়ে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে হবিগঞ্জ সদর হাসপাতালের পরিত্যক্ত পানির ফুয়ারার জায়গায় এ দৃশ্য দেখা যায়। হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ হেলাল উদ্দিন আহমদ জানান, দীর্ঘদিন ধরে পড়ে থাকা মালামালগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দ্যোগ নেয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী পরিত্যক্ত জিনিষগুলোর তালিকা তৈরি করে অফিস অর্ডার করে নিলামে বিক্রি করা হবে।