বিশ্বে করোনা মহামারী আঘাত এনেছে প্রায় দুই বছর হল। এরই মধ্যে ভাইরাসের নিত্য নতুন উপসর্গ আবিষ্কার করছেন ভাইরোলজিস্টরা । করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য স্বাস্থ্যবিধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনামূল্যে দেশের নাগরিকদের করোনা টিকা প্রদান করছেন।
এরই মধ্যে যারা করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করা সম্পন্ন করেছেন তাদেরকে দেওয়া হচ্ছে তৃতীয়বারের মতো করোনার টিকা (বুস্টার ডোজ)। প্রথমে সমক্ষ যুদ্ধ ও ৬০ বয়সের প্রবীণ নাগরিকদের করোনার টিকার (বুস্টার ডোজ) দেওয়া হচ্ছে।
বুধবার ১৯ জানুয়ারি সকাল ১১ টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় , হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে টিকা গ্রহণকারীদের উপচে পড়া ভিড় । লাইনে থাকা টিকা গ্রহণকারীদের সাথে কথা বলে জানা যায় , অনেকেই প্রথম ডোজ নিতে এসেছেন আবার কেউ দ্বিতীয় ডোজ , এদের মধ্যে আছেন তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) নিতে আসা লোকজনও ।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা গ্রহণ করতে তাদের নেই কোন ধরনের আপত্তি । এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আমিনুল হক সরকার জানান,গত ১৭ ই জানুয়ারি পর্যন্ত আমরা ফাইজারের টিকা তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) হিসেবে টিকা গ্রহীতাদের প্রদান করেছি ।
তবে গত দুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে পরবর্তীতে মর্ডানা টিকাকে বুস্টার টিকা হিসেবে ব্যবহার করার জন্য এবং এখন থেকে সম্মুখ যোদ্ধাদের পাশাপাশি ৬০ এর পরিবর্তে বয়স কমিয়ে ৫০ বছর বছরের প্রবীণ নাগরিকদেরও বুস্টার টিকা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।