তারেক হাবিব ॥ ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালের দালাল নির্মূল করা হলেও অভিনব কায়দায় কিছু নতুন দালালের আর্বিভাব হয়েছে। পুরানোদের সাথে যোগ দিয়েছে মহিলা দালালও। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত বোরকা, মাস্ক ও হিজাব পরে সদর হাসপাতালের আশে পাশে ঘুরতে দেখা যায় এদের।
মাঝে-মাঝে হাসপাতালে আগত সেবা প্রত্যাশীদের ভুল-বাল বুঝিয়ে উন্নত দ্রুত সেবার লোভ দেখিয়ে কোন-কোন প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নেয়াই এদের কাজ। প্রসূতিদের সিজার বা বড় কোন অপারেশন রোগী নিতে পারলে মিলে বেতনের পাশাপাশি মোটা অঙ্কের বোনাস। তবে তাদের পেছন থেকে ব্যাকআপ দিতে রয়েছেন তাদের মদদ দাতা গডফাদার। পুলিশ-প্রশাসনে কোন সমস্যা হলে ছাড়াতে ছুটে আসেন তারা। সম্প্রতি বিশ্ব ব্যাপী করোনা আতঙ্কে সব কিছু লক ডাউন থাকলেও ২৮ মার্চ শনিবার দুপুরে হাসপাতাল এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
জানতে চাইলে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, হবিগঞ্জ সদর হাসপাতাল সম্পূর্ণ দালাল মুক্ত। দালাল প্রতিরোধে পুলিশ খুবই তৎপর। সেবা প্রত্যাশীদের কোন রকম হয়রানির সংবাদ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেয়া হয়।