তারেক হাবিব ॥ করোনার লকডাউনে পুলিশ প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন ভোর বেলা থেকে সকাল ৯ টা পর্যন্ত ভীড় সৃষ্টি করে হবিগঞ্জ সদর হাসপাতালের মূল ফটকে পরটা-হালুয়া বিক্রি করে করে আসছেন শহরের অনন্তপুর এলাকার দুলাল মিয়া। নোংরা পরিবেশে তৈরি করা এ খাবার একদিকে যেমন অস্বাস্থ্যকর অন্যদিকে করোনা মহামারিতে লোক জড়ো করাটাও বিপদজ্জনক।

ছবি : হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে লোক জড়ো করে বিক্রি হচ্ছে রুটি-হালুয়া
ছবিটি বুধবার ২২ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে তোলা। আইন-শৃঙ্খলা বাহিনীর যথাযথ প্রদক্ষেপ নিলে করোনার ঝুঁকি থেকে বাঁচতে স্থানীয় ব্যবসায়ীরা।