হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 24 February 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজ হল রুমে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর নির্বাচনীয় আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,পৌর মেয়র আতাউর রহমান সেলিম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শামীম, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ইসমত আরা বেগম,সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা ডাক্তার মোহাম্মদ আব্দুর রব মোল্লা, অফিসার ইনচার্জ মাসুক আলী,ব্যবস্থাপনা কমিটির সদস্য অনুপ কুমার দেব মনা প্রমুখ।

সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

এসময় হাসপাতালে দালালদের দৌরাত্ম প্রতিরোধ,জনদূর্ভোগ দূরীকরণ,পানি সহ যন্ত্রপাতি সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন, জনবল সংযুক্ত করণ , নতুন ভবন আটতলা ব্যবহার সংযুক্ত করণ , পিসিআর ল্যাব হস্তান্তর ও ব্যবহার পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

হাসপাতালের ল্যাবটেকনিশিয়ান সাইফুল ইসলাম হত্যার বিচার দ্রুত করন উদ্যোগ নেয়া হয়।

সভাপতির বক্তব্যে এডভোকেট মাহবুব আলী এমপি আইসিইউ বেড নিশ্চিত এবং দ্রুত সময় গাইনী চিকিৎসক ব্যবস্থা,ডায়লেসিস ব্যবস্থা সামগ্রিক সমস্যা সমাধানের আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী,জেলা বিটিভি প্রতিনিধি সৈয়দ সালেক আহমেদ, এডভোকেট সালেহ উদ্দিন,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়া সহ জেলা বিভিন্ন এনজিও, দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।