হবিগঞ্জ সদর হাসপাতালের দালাল “সামাদ” কারাগারে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 9 March 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর হাসপাতালের দালাল “সামাদ” কারাগারে

Link Copied!

হবিগঞ্জ সদর হাসপাতালের দালাল আঃ সামাদকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত সোমবার (৭ মার্চ) রাত ১১ টার সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে সদর হাসপাতালে চিহ্নিত দালাল আঃ সামাদকে ।

পরে ৮ মার্চ দুপুর সাড়ে ১২ টার সময় আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করে । আটককৃত আঃ সামাদ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামের বাসিন্দা মৃত বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, সামাদ দীর্ঘদিন ধরে ভাটি এলাকার গ্রাম অঞ্চল থেকে হাসপাতলে চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষদের ভুল তথ্য দিয়ে ভালো চিকিৎসা দেয়ার নামে সদর হাসপাতাল থেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ।

পরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে বিভিন্ন কলাকৌশলে রোগীদেরকে বোকা বানিয়ে হাতিয়ে নেয় সামাদ ও চক্রের লোকেরা মোটা অংকের টাকা । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার এসআই ইয়াকুব আলী ।