হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী বিভাগে চলছে প্রসূতি বাণিজ্য - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 25 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী বিভাগে চলছে প্রসূতি বাণিজ্য

অনলাইন এডিটর
August 25, 2020 3:33 am
Link Copied!

ছবি: পারভিন আক্তার ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল।

 

তারেক হাবিব ।। হবিগঞ্জ জেলার ৩০ লাখ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। সম্প্রতি চিকিৎসার মান উন্নয়নে ওই হাসপাতালের শয্যা বাড়িয়ে ২৫০ করা হলেও প্রকৃতার্থে সেবা মিলছে না ১’শ শয্যারও।

তার উপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভয়ে ডাক্তারদের অনেকেই আবার সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’ এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ওই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নানান দুর্নীতির তথ্য।

হাসপাতালের জরুরী বিভাগ কিংবা অপারেশন থিয়েটারে নূন্যতম সেবা পেতে হলেও টাকা খরচ করতে হয় সাধারণ সেবা গ্রহীতাদের। সুতা থেকে ওষুধ সবই কিনতে হয় রোগীদের। অভিযোগ উঠেছে, সরবরাহ না থাকার অজুহাতে ফায়দা লুটছে একটি সিন্ডিকেট চক্র। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে থাকলেও কোন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে দেখা যায়নি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুর্ঘটনায় বা সংঘর্ষে আহত ও বিভিন্ন রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীরা এখানে আসেন চিকিৎসা নিতে। রোগী আসার সাথে অবস্থা দেখে ব্যবস্থাপত্র ধরিয়ে দেন কর্তব্যরত ডাক্তার। গ্লাভস-সুতা-ব্যান্ডেজ-ব্যথা-নাশক ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ বাহির থেকে সংগ্রহ করতে হয় রোগীর স্বজনদের।

হাসপাতাল থেকে এসব জিনিসপত্র দেয়ার কথা থাকলেও সরবরাহ নেই বলে অজুহাত দেখান কর্তব্যরতরা। এসব ব্যয়বহুল ওষুধ ক্রয় করতে হিমশিম খেতে হয় তুলনামূলক গরীব ও নিম্ন আয়ের মানুষের। একই অবস্থায় অপারেশন থিয়েটারের।

ছোটখাটো অপারেশনসহ সকল ধরণের অপারেশনে প্রয়োজনীয় ওষুধ বাহির থেকে কিনতে হয় রোগীর স্বজনদের। এখানেও সরবরাহ নেই বলে চালিয়ে দেন সংশ্লিষ্টরা। ওটি-রুমের ড্রেসিং শয্যায় ব্যান্ডজ, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, স্পিরিট, পভিসেপ, ব্যথানাশক ইনজেকশনসহ সব বাইরে থেকে সরবরাহ করতে হয় রোগীদের। তাছাড়া ড্রেসিং সেবা পেতে ব্রাদার কিংবা নার্সদের দিতে হয় বাড়তি উৎকোচ। এ যেনও নিয়মে পরিণত হয়ে গেছে। বকশিস দিলে ড্রেসিং হয় আর না দিলে থাকে দায়সারা ভাব। স্বাস্থ্য বিভাগের পক্ষে ওষুধ ও সরঞ্জাম মজুদ থাকার কথা থাকলেও হাসপাতালে এসে এগুলো গায়েব হয়ে যায় বলে জানান ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

অনুসন্ধানে আরও উঠে আসে ওই হাসপাতালের গাইনী বিভাগে সাধারণ রোগীদের জিম্মি করে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র।

জানা যায়, ওই বিভাগের দায়িত্বে থাকা নার্স ও আয়াদের প্রসূতি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন হাজার-হাজার টাকা। নরমাল ডেলিভারি হলে নেওয়া হয় ২ হাজার থেকে ৩ হাজার টাকা এক রকম জোর করেই আদায় করেন তারা। এ টাকা নার্স এবং আয়ারা গ্রহণ করেন বকশিস হিসেবে। এ বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের মাঝে চলছে সমালোচনা।

তবুও কর্তৃপক্ষ রয়েছে নীরব ভূমিকায়। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরী বিভাগ ও ওটিরুমের হালচিত্র। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স পারভীন আক্তার, আয়া মাধবীসহ একটি চক্র নিয়ন্ত্রণ করে থাকেন গাইনী বিভাগ। তথ্য আছে তাদের কথামত বকশিস না দিলে টানা হেচঁড়া করে নবজাতকদের। ভয় দেখান নানান অসুখ-বিসুখের, অবশেষে বাধ্য হয়েই তাদের কথামত দিতে হয় টাকা। এদিকে, বিভিন্ন মহলে নার্স পারভীন আক্তারের দুর্নীতির সমালোচনার ঝড় সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিষয়গুলো খতিয়ে দেখেন। এর সাথে অভিযোগের ভিত্তিতে গাইনী ওয়ার্ডের নার্স পারভীন আক্তারকে দ্রুত সরিয়ে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, পারভীন আক্তারের বিষয়ে তদন্ত হয়েছে। যেহেতু তাকে নিয়ে একটা বিতর্ক চলে আসছে তাই আগামী মাস থেকে তাকে অন্য বিভাগে স্থানান্তর করা হবে। যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে নার্সিং সুপারভাইজার জাকিয়া বেগম বলেন, গাইনী ওয়ার্ড থেকে শিশু ওয়ার্ডে পারভীন আক্তারকে সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও পারভীন আক্তার দীর্ঘদিন ধরে গাইনী ওয়ার্ডে ছিলেন। শুধু নার্স পারভীন নয়, বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী নার্সদেরকে এক ওয়ার্ড অন্য ওয়ার্ডে স্থানান্তর করতে রোগীরা দাবী জানিয়েছেন।