তারেক হাবিব, হবিগঞ্জ সদর প্রতিনিধি॥ করোনা সন্দেহ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া আনসার সদস্য লিটন সরকারের টেষ্ট রিপোর্ট এসেছে। এ রিপোর্টে তিনি করোনা আক্রান্ত নন বলে তথ্য প্রদান করা হয়েছে। লিটন বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডে নিরাপত্তায় কর্মরত আনসার সদস্য। লিটন সিলেট জেলার গোয়াইনঘাট থানার খাগড়া গ্রামের বজেন্দ্র সরকারের পুত্র।
হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাঃ শামীমা আক্তার জানান, লিটনকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়। ভর্তি হবার পর তার শরীর থেকে আলামত সংগ্রহ করে পরিক্ষা-নীরিক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা থেকে আজ বুধবার রিপোর্ট নেগেটিভ আসলে নিয়ম অনুযায়ী আমরা তাকে সুস্থ হিসেবে ছাড়পত্র প্রদান করি।
এই বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান,লিটনের করোনা নেগেটিভ আসার খবরে আমি খুবই খুশী হয়েছি। আমি চাই, আমার সদর থানার সবাই সুস্থ থাকুক, করোনা মুক্ত থাকুক।
উল্লেখ্য, গত ২৩ মার্চ শারীরিক সমস্যা নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আসলে কর্তব্যরক ডাক্তার তাকে নির্ধারিত ওয়ার্ডে আইসোলেশনে প্রেরণের নির্দেশ প্রদান করেন।