হবিগঞ্জ সদর বার একতা ছাত্র সংঘে'র অনুমোদন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 11 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর বার একতা ছাত্র সংঘে’র অনুমোদন

অনলাইন এডিটর
December 11, 2020 11:55 pm
Link Copied!

ছবি: হবিগঞ্জ সদর বার একতা ছাত্র সংঘে’র অনুমোদন।

স্টাফ রিপোর্টার || হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিমাঞ্চলের “বার একতা যুব সংঘের ” আওতাধীন বার একতা ছাত্র সংঘ” সংগঠনের অনুমোদন দেয়া হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) বার একতা যুব সংঘের ” সভাপতি মোঃ ওয়াশিম খান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ছালাম রাজধন এর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

এসময় মোঃ হারুনুর রশিদ হৃদয়কে সভাপতি, মোঃ মোস্তাফিজুর রহমান পলাশ (রনি)কে সাধারণ সম্পাদক ও মোঃ শিপন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে বার একতা ছাত্র সংঘের কমিটি গঠন করা হয়।

এ সময় বার একতা ছাত্র সংঘের সভাপতি মোঃ হারুনুর রশিদ হৃদয় জানান হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিামাঞ্চলের ঐতিহ্যকে গৌরবান্নিত করতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান পলাশ (রনি) বলেন আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি তৈরি করার জন্য সকলের সহযোগীতা কামনা করছি।