হবিগঞ্জ সদর নিজামপুর ইউনিয়নের রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 31 August 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর নিজামপুর ইউনিয়নের রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে

Link Copied!

সৌমিত্র দাস :  সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের রাস্তাটির বেহাল দশার কারণে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। রাস্তাটি নিজামপুর হইতে তেলিখাল পর্যন্ত খানাখন্দের সৃষ্টি হয়েছে। সোমবার (৩০আগস্ট) সরজমিনে গিয়ে এই দৃশ্য লক্ষ্য করা যায়। অথচ এই রাস্তা দিয়ে হাজারো মানুষেের যাতায়াত করেন। কিন্তু দেখার কেউ নেই।

 

 

 

 

 

ছবি :  নিজামপুর ইউনিয়নের রাস্তাটি সংস্কার না করায় বেহাল দশায় পরিণত হয়েছে

 

 

 

 

 

 

স্থানীয় একজন সচেতন ব্যক্তি আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, কি আর বলবো ভাষা নেই। অত্যন্ত ঝুঁকিপুর্ণ ভাবেই আজ দীর্ঘদিন যাবত আমাদের এই কষ্ট পোহাতে হচ্ছে। জানিনা কোন জায়গায় আটকা পড়ে গেছি আমরা। শুধু তাই নয় তিনি আরও জানান, একজন গুরতর অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার মতো কোন পরিবেশ নেই। আসা-যাওয়া করার সময় আরও বেশী অসুস্থ হয়ে পরে রোগীরা । এই রাস্তা পারাপারে  সর্বদা দুশ্চিন্তায় দিনকাল অতিবাহিত করছে এলাকাবাসী। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন অত্র এলাকার সচেতন মহল।