স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর থানা পুলিশের রাতভর সাড়াশী অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার রাতে এ অভিযান পরিচালনা কালে শহরতলীর ছোট বহুলা গ্রামের নুর মিয়ার পুত্র সালমান মিয়া ওরফে আব্দুল মালেক (৩০), আষেড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র জামাল মিয়া (৩২), শায়েস্তানগর রবি দাস পাড়ার শঙ্কর রবি দাসের পুত্র কৃষ্ণ রবি দাস (২০)। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, চুরি-ছিনতাই প্রতিরোধে হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াসী অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।