হবিগঞ্জ সদর থানায় টানানো হয়েছে সাজাপ্রাপ্ত ও দুর্ধর্ষ আসামীদের ছবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর থানায় টানানো হয়েছে সাজাপ্রাপ্ত ও দুর্ধর্ষ আসামীদের ছবি

অনলাইন এডিটর
December 13, 2020 1:49 pm
Link Copied!

ছবি: হবিগঞ্জ সদর থানায় টানানো হয়েছে সাজাপ্রাপ্ত ও দুর্ধর্ষ আসামীদের ছবি

 

খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসারের কক্ষের সামনে দেয়ালে একটি বোর্ডে সাজাপ্রাপ্ত এবং দুর্ধর্ষ অপরাধীদের একের পর এক ছবি টানানো হচ্ছে।

হবিগঞ্জের সাধারণ মানুষ যেন অপরাধীদের চিহ্নিত করতে পারে এজন্য ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ সদর মডেল থানা। শুক্রবার রাতে বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত অপরাধীদের নাম ও ছবির মাধ্যমে এ কার্যক্রম শুরু করে সদর থানা। কিছু দিনের মধ্যেই টানানো হচ্ছে অন্য আসামীদের নাম ও ছবি। ভিন্নধর্মী এই উদ্যোগ নেয়ায় সদর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। অপরাধী যেই হোক নানা ধরণের অপকর্মে বার বার জড়িয়ে পরলে ছবিসহ টানানো হবে সেই অপরাধীর পরিচয়। সচেতন মহল অনেকেই মনে করছেন সদর থানার এই উদ্যোগে অনেকাংশে কমে আসবে সব ধরণের অপরাধ। থানার সামনে ছবি দেখে লজ্জায় অপরাধ থেকে নিজেকে সরিয়ে নেবে অনেক অপরাধী এমনটাই দাবি করছেন সচেতন মহল।

এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী ‘দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে থানায় আসেন অনেক লোকজন। এই অপরাধীদেরকে লক্ষ্য করবেন। অনেক অপরাধী এর ফলে সামাজিক লোক লজ্জায় পড়বে।

মূলতঃ এজন্যই বোর্ডে অপরাধীদের ছবি টানানো হচ্ছে। এই স্থানে একে একে জেলার শীর্ষ স্থানীয় অপরাধীদের ছবি ও নাম টানানো হবে বলে জানান তিনি।