তারেক হাবিব, প্রধান প্রতিবেদক॥ সারা বিশ্বে চলমান মহামারিতে হবিগঞ্জ সদর থানার ঘরে-ঘরে লক ডাউনে থাকা অসহায় শ্রমজীবী মানুষের ঘরে ঘরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা(পিপিএম,বিপিএম-সেবা) এর তহবিল থেকে ও সরাসরি তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন হবিগঞ্জ সদর থানার মানবিক ওসি মোঃ মাসুক আলী।
৮ মার্চ বুধবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর বিভিন্ন আশ-পাশ এলাকাতে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় ওসি মাসুক আলী সবাইকে চলমান মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার প্রচার-প্রচারণা করেন। খেটে খাওয়া মানুষের কল্যাণে এ ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উত্তর তেঘরি গ্রামে নিহত শিশু ইসমাইল হোসেন বিদয় এর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রীয় পৌঁছে দেন। এছাড়াও তিনি দোকানে গিয়ে সচেতনামূলক প্রচারণা করেন এবং মুদিমাল ও ফার্মেসী ছাড়াও অন্যান্য দোকানগুলো বন্ধের নির্দেশ দেন।
খাদ্য সামগ্রীয় বিতরণ কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়াসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।