হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্নস্থানে আবারও টিউবওয়েল চুরির উপদ্রব বেড়েছে। মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোও বাদ যাচ্ছেনা চোরের কবল থেকে।
বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দিরে গভীর নলকূপটি চুরি করে নিয়ে যায় চোরেরা। ওই এলাকার অসিত চন্দ্র দাস জানান, সরকারী বরাদ্দে পাওয়া গভীর নলকূপটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
এদিকে, সামনে ধর্মীয় অনুষ্ঠান থাকায় বিশুদ্ধ পানি সংকটে পড়ছেন মন্দিরে আগতরা। হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত বদিউজ্জামান দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, টিউবওয়েল চুরির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।