হবিগঞ্জ সদর উপজেলার ৫ নং গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন । বুধবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এই গেজেট প্রকাশ করে । এতে করে ওই ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল মন্নানের শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ করতে আর কোন বাধা রইলো না।
এর আগে নির্বাচনে সহিংসতা ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার ৫ নং গোপায়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে আব্দুল মন্নান উচ্চ আদালতের শরণাপন্ন হলে গত ৭ ফেব্রুয়ারি উচ্চ আদালত পুনঃনির্বাচনের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনের গেজেট প্রকাশ করার নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, গত ২৮ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ৫ নং গোপায়া ইউনিয়ন এর আয়োজিত নির্বাচন শেষে সন্ধ্যায়, ভোট গণনা পর ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময়।বহুলা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা-ভাংচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে একদল দূর্বৃত্ত।পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার সেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০/৮০ জনকে আসামী করা হয়।মামলা দায়েরের পর ওই ঘটনায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিছবাহুল বারী লিটন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোটের হিসেবে সব থেকে এগিয়ে মোঃ আব্দুল মন্নানের ভাতিজা আমিনুল ইসলাম ফয়সলকে গ্রেফতার করে পুলিশ।পরবর্তীতে ১-২ দিন পর উভয় ব্যক্তি জামিনে বের হয়ে আসেন।
প্রিজাইডিং অফিসারের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছিল ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় হামলা,ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে ।