ঢাকাThursday , 30 April 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর উপজেলার যাত্রা বড়বাড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

অনলাইন এডিটর
April 30, 2020 12:59 am
Link Copied!

তারেক হাবিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার যাত্রা বড়বাড়ীতে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে কয়েকজন যুবক। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে ওই গ্রামের আলিমুন নেছার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, লকডাউনে স্কুল ছুটি থাকায় নানার বাড়িতে বেড়াতে আসে সে। এ সময় একই গ্রামের মৃত নুরুজ মিয়ার পুত্র সাজু মিয়া (২৮), আপিল উদ্দিনের পুত্র রাসেল মিয়া (২৫), লকির মিয়ার পুত্র মাহফুজ মিয়া (৩২) এদের কূ-নজর পড়ে ওই ছাত্রীর উপর। নানা অঙ্গভঙ্গিতে উত্যক্ত করলে তার নানী আলিমুন্নেছা প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ওই দিন রাতে উল্লেখিতরা ওই ছাত্রীর ঘরে সীদ কেটে ভেতরে প্রবেশ করে পাশ্ববর্তী ধানের জমিতে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার পর স্থানীয় মুরব্বীরা বিষয়টি রফাদফা করতে চাইলে ওই ছাত্রীর পরিবার মেনে না নেয়ায় গতকাল বুধবার ছাত্রীর মামা আব্দুল আউয়াল বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করে। স্থানীয় পঞ্চায়েত মুরব্বী আব্দুল মালেক জানান, বিষয়টি শুনার পর সমাধানের চেষ্টা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মাহফুজ মিয়া গ্রামের মুরব্বীদের কাছে তার দোষ স্বীকার করেছে। বাকীরা পলাতক থাকায় সমাধান করা সম্ভব হয়নি।

নির্যাতিতা ছাত্রীর মামা মামলার বাদী আব্দুল আউয়াল দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘আমার ভাগনীকে নির্যাতন করা হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। অভিযুক্তরা প্রভাবশালী তাই নানান ভাবে হুমকি-ধমকি দিচ্ছে।’ এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত তদন্ত করে আইন-আনুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত সাজু মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করে তথ্য এড়িয়ে কল কেটে দেন।