জিকে ইউসুফ : বছরের পর, বছর ধরে সংস্কারের অভাবে কয়েকটি গ্রামের মানুষ ভোগান্তির চরম পর্যায়ে পরিণত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার ৫’নং গোপায়া ইউপি অন্তর্গত যাত্রাবড়বাড়ী-গোপালগঞ্জ বাজারের রাস্তাটি।
এই রাস্তা দিয়ে যেতে হয় যাত্রাবাড়ী কমিউনিটি ক্লিনিক, নুরুন্নাহার খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এবং প্রতিদিন যাতায়াত করেন কাটাখালী, নিতাইরচক, পাটলী, সাধুর বাজার, রায়ধর, আলাপুর, সৈয়দ পুর, চতুল, ফকিরাবাদ, যাত্রাবাড়ী, নোয়াহাটি, বড়বাড়ী সহ অসংখ্য গ্রামের শত শত মানুষ। প্রতিদিন তাদের কে পায়ে হেঁটে যেতে হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোপালগঞ্জ বাজারে।
শুষ্ক মৌসুমে কোন রকম পায়ে হেঁটে চলাচল করা গেলেও যাত্রাবড়বাড়ী তেমুনিয়া (সেপ্টি) থেকে গোপালগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি বর্ষা মৌসুমে হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই কাদা জমে যায়। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। আশপাশের সব রাস্তা পাকা হলেও এ রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।
চলমান করোনা দুর্যোগে স্বাস্থ্য সেবার জরুরি প্রয়োজনে ভাঙা রাস্তাটি এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। তাই কাল বিলম্ব না করে এই সড়কের জরুরি সংস্কার চান এলাকাবাসী।
নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটির পাকা করার প্রতিশ্রতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেওয়া হয়না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকবাসী।
অত্র এলাকার বাসিন্দা হাফেজ মোঃ আশফাকুজ্জামান জানান, এমপি সাহেব থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পর্যন্ত কেউ বাকি নেই যে আমরা তাদের কাছে যাইনি। এলাকার নেতা মুরুব্বিসহ অসংখ্য মানুষ জনপ্রতিনিধিদের কাছে বার বার ধরণা দিয়ে শুধু প্রতিশ্রুতিই পেয়েছি। হবিগঞ্জ সদরে এরকম রাস্তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এলাকাবাসীর প্রাণেরদাবী দ্রুত রাস্তাটি সংস্কার করা।
এই রাস্তাটি ১ কিলোমিটার পাকা হলে হবিগঞ্জ শহরের সাথে অলিপুর হাইওয়ের রাস্তাটির সাথে সংযোগ স্থাপন হয়ে যাবে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
এ বিষয়ে সদর উপজেলার এলজিইডির ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ” প্রতিনিধিকে বলেন এই রাস্তার তালিকা যার আইডি নাম্বার ৬৩৬৪৪৪০৬১ ধুলিয়া খাল (ডিআর) গোপালগঞ্জ ভায়া আলাপুর এমপির প্রজেক্টে দিয়ে রাখছি এখন অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হলে আমরা এই রাস্তাটি সংস্কার করব। তার আগে কিছু বলা যাচ্ছে না।