তারেক হাবিব, সদর প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে লোকড়া ইউনিয়নের বামকান্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ওই স্কুল ছাত্রীর মা জানান, ওই গ্রামের মৃত আবু মিয়ার পুত্র রাজ মিস্ত্রি জুলহাস মিয়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। ২৫ মার্চ বুধবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী রাস্তায় তাকে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেধে নির্মাণাধীন একটি আধা পাকাঁ বিল্ডিংয়ের ভেতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্কুল ছাত্রীর শোর চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে’।