তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ॥ হবিগঞ্জ সদর উপজেলা পৈল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় স্বপন মিয়া নামে একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ লা এপ্রিল বুধবার সকাল ১০ টায়। জানা যায়, স্থানীয় গুইঙ্গাজুড়ি হাওরে ইছার বিল নামক স্থানে একটি জায়গা দখল নিয়ে শফিক মিয়া ও স্বপন মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে লাটি-সোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার এসআই আবু নাঈম জানান, সংঘর্ষের কথা শুনেছি, স্বপন নামে একজন হাসপাতালে ভর্তি আছে। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।