মোঃ ইউসুফ, হবিগঞ্জ সদর প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে মসজিদের উন্নয়ন কাজ নিয়ে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় মধ্য মহল্লা জামে মসজিদের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জাবেদ হাসান রজব জানান, ওই গ্রামের আরজু মিয়ার পুত্র সেলিম মিয়া ও মৃত ইউনুছ মিয়ার পুত্র কামরুল মিয়া গংদের সাঁঝে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বাক-বিতণ্ডা হলে এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় আব্দুল মন্নান (৩০), রুবেল মিয়া (২৫), রুহল আমিন (৩৫), সালাম মিয়া (৩৮), কালাম মিয়া (৩২), পারুল বেগম (৩৫), জেসমিন (১৪) দের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ইউপি মেম্বার আরও জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা মোকদ্দমা দায়ের করা হয়নি। আশা করছি স্থানীয় ভাবে সমাধান করা হবে।