হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 March 2020

হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন এডিটর
March 29, 2020 10:52 pm
Link Copied!

তারেক হাবিব, প্রধান প্রতিবেদক॥ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে তাহমিনা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের দিনমজুর শামছুল হকের কন্যা। ২৯ মার্চ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রতিবেশী শিশুদের সাথে খেলা করতে গিয়ে সকলের অগোচরে পুকুরে ডুবে যায়।

প্রায় ৪০ মিনিট পর খোঁজা-খুঁজি করে তার পরিবারের লোকজন মৃত দেহ ভাসতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়