তারেক হাবিব, প্রধান প্রতিবেদক॥ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে তাহমিনা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের দিনমজুর শামছুল হকের কন্যা। ২৯ মার্চ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রতিবেশী শিশুদের সাথে খেলা করতে গিয়ে সকলের অগোচরে পুকুরে ডুবে যায়।
প্রায় ৪০ মিনিট পর খোঁজা-খুঁজি করে তার পরিবারের লোকজন মৃত দেহ ভাসতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।