তারেক হাবিব, প্রধান প্রতিবেদক।। হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সাহিদুর রহমান (৩০) নাকে এক যুবককে বেধড়ক মারপিট করেছে মৃত গেদা মিয়ার পুত্র রুহেল মিয়া (৩২) ও তার সহযোগীরা। সাহিদুর রহমান সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত মোত্তালিব মিয়ার পুত্র।
জানা যায়, হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার জনৈক ছাত্রীকে উত্যক্তের বিষয় নিয়ে ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে ওই এলাকায় রুহেল ও সাহিদুরের মধ্যে বাক-বিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে রুহেল ও তার লোকজন সাহিদুরের উপর হামলা চালালে সাহিদুর গুরুতর আহত হয়। পরে হবিগঞ্জ সদর থানার এসআই মহিন উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার এসআই মহিন উদ্দিন জানান, মারা-মারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সাহিদুর কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি। তবে রুহেল ও সাহিদুরের মাঝে দীর্ঘ দিন ধরে মনোমালিন্য চলে আসছিল।