হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 27 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণ

Link Copied!

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামে (১১) বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকাল পাঁচটায় ওই শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুর মা জানান, গত শুক্রবার রাতে তার কন্যা পার্শ্ববর্তী মধু মিয়ার স্ত্রী লাকির কাছে ঘুমাতে যায় । গভীর রাতে জুলমত আলীর পুত্র লাকির দেবর হেলাল মিয়া (১৮) ওই শিশুকে ধর্ষণ করে। সকালে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য মাতব্বররা চেষ্টা চালায় অবশেষে সমাধান না হওয়ায় ধর্ষিতা শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।