বিশেষ প্রতিনিধি : দরপত্রের নামে প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বই ও মেডিকেল যন্ত্রপাতি কেনাকাটা করার অভিযোগে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মামলায় প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ডাঃ আবু সুফিয়ানসহ নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতনের বিরুদ্ধে। বই কিনতে এক কোটি ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অধ্যক্ষ সুফিয়ানের বিরুদ্ধে।
মামলার অপর আসামি হলেন নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী। রবিবার (১৬ আগস্ট) দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এছাড়া কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুদক। কমিশনের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতন। মামলায় বলা হয়েছে, অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে দুই কোটি চৌদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাত শত টাকা
আত্মসাৎ করেছেন তারা।
উল্লেখ্য যে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনা মেডিকেল কলেজের কেনা কাটা দুর্নীতি ধরা পড়ে। এরপর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তা প্রচার হলে বিষয়টি সরকারের দৃৃষ্টিগোচর হয়। গঠন করা হয় একজন যুগ্ম সচিবের নেতৃত্বেব একটি তদন্ত কমিটি। ওই কমিটি কেনাকাটায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে রিপোর্ট দেন। পরে স্থানীয় দুদক প্রাথমিক তদন্তেও এর সত্যতা পেয়ে বিষয়টি ঢাকায় দুদককে অবগত করলে পরবর্তীতে তদন্ত শেষে গতকাল এ মামলা দায়ের করে।