হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 June 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন

মুহিন শিপন
June 7, 2022 8:23 pm
Link Copied!

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’।
মঙ্গলবার (৭জুন) ১১ টায় শেখ হাসিনা মেডিকেল ভবনের তৃতীয় তলায় স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কান্তি প্রিয় দাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর, সংগঠনের পাবলিক রিলেশন অফিসার সানজিদা আক্তার সুষমা, হিউম্যান রিসোর্স অফিসার সাইফুল ইসলাম উজ্জল, সদস্য আবু সাইদ, মোঃজুয়েল মিয়া, মাহিন চৌধুরী, আরিফ তালুকদার প্রমুখ।

ছবি : অতিথিসহ ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা

এ বিষয়ে ভিবিডি হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর জানান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মুলত জাগো ফাউন্ডেশনের ইয়ুথ্য উইং হিসেবে দেশ ব্যাপী সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা হয়েছে।