বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের বই ও যন্ত্রপাতি ক্রয়ে প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করার মামলায় শুধুমাত্র কলেজের অধ্যক্ষ ও দুই ঠিকাদার প্রতিষ্টানের স্বত্তাধিকারীর বিরুদ্ধে মামলা হওযায় বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
তাদের মতে, শুধুমাত্র অধ্যক্ষ ও ঠিকাদারকে অভিযুক্ত করে দরপত্রের সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের বাদ দেওযায় মামলায় হেরে যাওযার পথ তৈরী করেছে দুদক। প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে শেখ
হাসিনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত ডাঃ আবু সুফিয়ান, দুটি ঠিকাদারী প্রতিষ্টানের বিরুদ্ধে গত রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপ সহকারি পরিচালক মো. ফেরদৌস রহমান ও উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।
দুদকের দায়ের করা মামলা প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ শাখার সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন,শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা করায় রাষ্ট্রপক্ষ হেরে যাওয়ার আশংকাই বেশী। কারণ দরপত্র আহবানের ক্ষেত্রে একাধিক কমিটি গঠন করা হয়ে থাকে। সে ক্ষেত্রে মূল্যায়ন কমিটি ও পন্যের দর যাচাই বাচাই কমিটির দায়িত্ব খুবই গুরুত্ব। ওই দুই কমিটির সদস্যদেরকে মামলার আওতায় আনা না হলে বিচারের সময় অধ্যক্ষ ও দুই ঠিকাদার বেচে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে। অধ্যক্ষ ও ঠিকাদার মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিকে দাড় করিয়ে নিজেদের দায় থেকে মুক্তি পাওয়ার পথ বেছে নেবেন। দুদককে দরপত্র কমিটির সকল সদস্যকে আসামীভুক্ত করা না হলে এই মামলাটি শুধু ‘আইওয়াশ’ ছাড়া কিছুই হবে না বলে মন্তব্য করেন তিনি।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুজ জাহের বলেন এই মামলাটি নস্যাৎ করার লক্ষ্যেই দুদক এই মামলাটি সাজিয়েছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। সরকারের সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের প্রক্রিয়ায় আরো যেসব লোক জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হয়নি। এমতাবস্থায় দুদক এই মামলায় কতটুকু সফল হবে এ নিয়ে এখনই প্রশ্ন দেখা দিয়েছে।
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজে এই দুর্নীতির সাথে কোন কোন রাঘব বোয়াল জড়িত তা হবিগঞ্জের জনগন জানে। দরপত্রের পুরো প্রক্রিয়াটির সাথে যারা জড়িত তারা সকলই সমান অপরাধী। সে ক্ষেত্রে অধ্যক্ষসহ তিনজনকে আসামী করে মামলাটি করে দুদক পক্ষপাতিত্ব করছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের কিছু কর্মকর্তাসহ অন্যান্য রাঘব বোয়ালকে বাচানোর জন্যই একটি দুর্বল মামলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামীলীগ হবিগঞ্জ জেলা শাখার সাবেক যৃুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম বলেন, দুদক এই মামলাটি করে সরকারি অর্থ আত্মসাতের সাথে পরোক্ষভাবে জড়িতদেরকে বাচানোর প্রক্রিয়া ছাড়া কিছুই নয়। তিনি বলেন, অধ্যক্ষ একা বই ও যন্ত্রপাতি কিনেননি। এক্ষেত্রে দর যাচাই কমিটি, ও মূল্যায়ন কমিটিও ছিল। মামলায় ওই কমিটির সদস্যদেরকে বাদ দেওয়া মানেই হচ্ছে এই মামলাটিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা আর আসামীদেরকে বাচিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়।
সম্মিলিত নাগরিক আন্দোলন কমিটি হবিগঞ্জের সমন্বয়কারি পিযুষ চক্রবর্তী বলেন সরকারি অর্থে পন্য কেনা কাটায় কমিটি গঠন করা হয়। শেখ হাসিনা মেডিকেল কলেজের দরপত্র কমিটিও ছিল। সে ক্ষেত্রে ক্রয় কমিটির অন্যান্য সদস্যদের বাদ দিয়ে দুদক যে মামলা করেছে তা স্ধেসঢ়;্রফ আইওয়াশ ছাড়া কিছু নয়। মূল অপরাধীদের রক্ষায় মামলার নামে দুদকের ভাওতাবাজি বন্ধ না করলে প্রয়োজনে হবিগঞ্জবাসী আন্দোলনে নামবে।
স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সৈয়দ কামরুল হাসান বলেন, এই মামলা জনগনের চোখে ধুলো দেওয়া ছাড়া কিছু নয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের কতিপয় কর্মকর্তা ও হবিগঞ্জের কিছু অসাধু নেতাকে রক্ষা করার পায়তারা। অবিলম্বে মামলায় অর্থ আত্মসাতের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িতদের অন্তর্ভক্ত করে আহবান জানান তিনি। দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বয় অফিসের উপ পরিচালক কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন রোববার মামলাটি হবিগঞ্জে দায়ের হয়েছে।তদন্ত থেকে শুরু করে মামলা দায়েরের পুরো প্রক্রিয়াটি ঢাকা প্রধান কার্যালয়ের কর্মকর্তারা করেছেন।
ঘটনার স্থান হবিগঞ্জ হওযায় মামলাটি এখানে হয়েছে। তাই এরচেয়ে বেশী তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
প্রাপ্ত সূত্রে জানা যায়, ২০১৭ – ২০১৮ অর্থবছরে কলেজের বই ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য সরকার সাড়ে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়। অধ্যক্ষ আবু সুফিয়ান এ সংক্রান্ত দুটি জাতীয় দৈনিকে দরপত্র আহবান করেন ২০১৮
সালের মে মাসে ২য় সপ্তাহে। দরপত্র সংক্রান্ত ৫টি কমিটি গঠন করা হয়। এগুলো হচ্ছে দরপত্র বাছাই কমিটি, টেকনিক্যাল কমিটি, মূল্যায়ন কমিটি, বাজার দর বাছাই কমিটি, ও সার্ভে কমিটি। কলেজের অধ্যক্ষ
ডাঃ আবু সুফিয়ান টেন্ডার কমিটির সভাপতি ছিলেন।
এ সংক্রান্ত ৫টি কমিটি গঠন করা হয়। এরমধ্যে গুরুত্বপুর্ন ‘পন্য দর যাচাই বাচাই কমিটি’তে ছিলেন কলেজের প্রভাষক ডাঃ শাহীন ভ‚ইয়া, প্রভাষক ডাঃ কুদ্দুছ মিয়া , প্রভাষক ডাঃ পংকজ কান্তি গোস্বামী। মূল্যায়ন কমিটিতে সদস্য সচিব হিসেবে ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের হবিগঞ্জের উপ পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা। সদস্য ছিলেন কলেজের সহকারি অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গির খান, সহকারি অধ্যাপক ডাঃ প্রানকৃষ্ণ বসাক, এলজিইডির উপ সহকারি প্রকৌশলী বিল্পব পাল, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত।
কলেজের একজন কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে জানান, দরপত্রের পুরো প্রক্রিয়াই ছিল পাতানো খেলা। কমিটির সভাপতি সদস্য সচিব ও সদস্যদের ম্যানেজ করেই নির্ঝরা এন্টারপ্রাইজ ও পুনম ট্রেড ইন্টারন্যাশনাল পুরো টেন্ডার প্রক্রিয়াকে তাদের নিজেদের কব্জায় নিয়ে নেয়। প্রায় ৭ মাস তদন্ত শেষে এদিকে গত রোববার মামলার বাদি দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বই কিনতে এক কোটি ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন অধ্যক্ষ সুফিয়ানের বিরুদ্ধে। মামলার অপর আসামি হলেন নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী। একইদিন উপ-সহকারী পরিচালক মো.ফেরদৌস রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে দুই কোটি চৌদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাত শত টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ ডাঃ সুফিয়ান ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতন।