হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের স্থান পরিদর্শনে গবেষক দল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের স্থান পরিদর্শনে গবেষক দল

অনলাইন এডিটর
August 24, 2020 3:32 am
Link Copied!

ছবি: হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের স্থান পরিদর্শনে গবেষক দল ও হবিগঞ্জ-৩ আসনের অ্যাডঃ মোঃ. আবু জাহির এমপি।

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ক্যাম্পাস স্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত স্থান পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইন্সটিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদের নেতৃত্বাধীন গবেষক দলের সদস্যরা।

গতকাল রোববার ২৩ আগস্ট দুপুর ১২টায় হবিগঞ্জ সদর-লাখাই রাস্তা সংলগ্ন রিচি ইউনিয়নে অবস্থিত স্থানটি পরিদর্শন করেন তারা। সরেজমিন পরিদর্শনের সময় হবিগঞ্জ-৩ আসনের অ্যাডঃ মোঃ. আবু জাহির এমপি উপস্থিত ছিলেন।

এ সময় ম্যাপ সামনে নিয়ে সংসদ সদস্যের সঙ্গে ক্যাম্পাসের স্থান সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেন গবেষক দলের সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনসহ গবেষণা দলের আরও আট সদস্য, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ সদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।