ঢাকাTuesday , 3 August 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Link Copied!

এম.এ.রাজা  :  হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রোডের পাইকপাড়া বাইপাস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই নিহত হয়েছেন মনির উজ্জামান (৩০) নামে এক যুবক৷ নিহত মনির প্রাণ কোম্পনিতে এস আর পদে চাকুরী করতেন৷
তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার সাখাওয়াত হোসেনের (শওকত) এর ছেলে৷ বর্তমানে সে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বসবাস করছিল ৷
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার ও কারের চালককে আটক করে থানায় নিয়ে যায়৷ অপরদিকে নিহতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু দুপুরে নিহত ব্যক্তি পরিবারের লোকজন এসে ময়নাতদন্ত ছাড়াই তার লাশটি বাড়িতে নিয়ে যায়।
নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার (৩আগস্ট) সকাল ১১ টার দিকে মনির তার কর্মস্থল অলিপুরের প্রাণ কোম্পানি থেকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসছিলন। এসময় পাইকপাড়া বাইপাস এলাকায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্টো- গ-১৬-০০৪০) এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মনির নিহত হন৷
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে৷ এসময় প্রাইভেট কার ও চালক বি-বাড়িয়া জেলার কসবা থানার হাতুরাবাড়ি এলাকার মোকাদ্দস মিয়ার ছেলে নাজমুল হোসেন (২৪)কে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে৷