হবিগঞ্জ শহরে ২ মহিলা পকেট মার আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 22 January 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ শহরে ২ মহিলা পকেট মার আটক

অনলাইন এডিটর
January 22, 2021 3:06 pm
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি :   শহরে ২ মহিলা পকেট মারকে আটক করা হয়েছে।  আটকৃতরা হলো মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আলা মিয়ার মেয়ে  রাহেলা বেগম (২০) এবং পিয়ারা বেগম (১৮)।  আটকের পর উত্তেজিত জনতা তাদেরকে সদর থানায় হস্তান্তর করে।
সূত্রে জানা যায়, শুক্রবার(২২জানুয়ারি) শহরের বেবি স্ট্যান্ড এলাকায় অবস্থিত আপন ডায়াগনস্টিক সেন্টারে জনৈক মহিলা ডাক্তার দেখাতে আসেন।
সুযোগ বুঝে রাহেলা বেগম (২০) জনৈক মহিলার ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি করতে গেলে হাতেনাতে তাকে ধরে ফেলে রাহেলা বেগমকে।

ছবি : হবিগঞ্জ শহরে ২ মহিলা পকেট মারকে আটক করেচে জনতা

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাথে থাকা তার ছোট বোনের কথা বললে লোকজন পিয়ারা বেগমকেও আটক করে।  আটকের পর তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সদর থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।